তৈমুরের স্বাধীনতা দিবস পালন

১৫ আগস্ট ভারতের ৭২ তম স্বাধীনতা দিবস। দিনটিতে ভারতের সবার মতো বলিউডের জনপ্রিয় তারকা সন্তান তৈমুর আলি খানও পালন করেছে স্বাধীনতা দিবসটি। অন্য অনেকের মতো সেও পরেছে ভারতীয় পতাকার রঙের পোশাক।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, সকাল সকাল মুম্বাইয়ে নিজেদের বাড়ির সামনে থেকে বের হয়ে, ন্যানির কোলে বসে স্বাধীনতা দিবস পালন করতে দেখা যায় পাতৌদি পরিবারের এ ছোট নবাবকে। ভারতীয় পতাকা হাতে পাপারাজ্জির ক্যামেরায় পোজ দিতেও দেখা গেছে তাকে।

বলিউডের তারকা দম্পতি কারিনা কাপুর ও সাইফ আলি খানের ছেলে তৈমুর জয় করে নিয়েছে অসংখ্য ভক্তে হৃদয়। তার প্রতি প্রবল আগ্রহও দেখা যায় অনেকের, তাই সুযোগ পেলে পাপারাজ্জিরাও তার ছবি তুলতে ভুলে যান না।

কিন্তু কারিনা ও সাইফ তাদের ছেলেকে সব সময়ই স্পট লাইটের বাইরে রাখতে চান। তারা চান, তারকা খ্যাতি নিয়ে বেড়ে উঠার চেয়ে অন্য সাবার মতো করে সাধারণভাবে বেড়ে উঠুক তৈমুর।

স্পট লাইটের বাইরে রাখতে চাইলেই কী? আর না চাইলেই কী? পথে ঘাটে, বাড়ির অনুষ্ঠান কিংবা স্কুল, সম্ভাব্য যেখানেই তৈমুরের দেখা পাওয়া গেছে সেখানেই গিয়ে পড়েছে পাপারাজ্জির ক্যামেরার ফ্ল্যাশ। আর সেই সব ছবিগুলোকে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তড়িৎ বেগে ভাইরাল হতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *