গাঙ্গুলিকে ছাড়িয়ে গেলেন কোহলি

অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়ে অন্য উচ্চতায় নাম লেখালেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। ইংল্যান্ড সফরে এজবাস্টন এবং লর্ডস টেস্টে হেরে কঠিন সমালোচনার মুখে পড়েছিল ভারত। সেই সমালোচনা এড়িয়ে নটিংহাম টেস্টে ২০৩ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। অধিনায়ক হিসেবে মাত্র ৩৮ টেস্টে দলকে ২২ জয় উপহার দিয়েছেন তিনিই।  ফলে করে ৪৯ টেস্টে ২১টিতে জয় পাওয়া সৌরভ গাঙ্গুলিকে পেছনে ফেলেছেন কোহলি। ৬০ টেস্টে ২৭ জয় নিয়ে এখন পর্যন্ত টিম ইন্ডিয়ার সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *