বিশ্বের দামী ১০ অভিনেতার তালিকায় সালমান ও অক্ষয়

বিখ্যাত ফোরবস পত্রিকা বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া দশ অভিনেতার নাম প্রকাশ করেছে। সেই তালিকায় রয়েছেন ভারতের দুই জনপ্রিয় অভিনেতা সালমান খান ও অক্ষয় কুমার। এই তালিকায় কোনও অভিনেত্রীর নাম অবশ্য নেই। সবচেয়ে উপরে রয়েছে তিন বারের গোল্ডেন গ্লোব বিজয়ী অভিনেতা জর্জ ক্লুনি। ফোরবস-র হিসাবে ক্লুনি পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ২৩৯ মিলিয়ান মার্কিন ডলার। ক্লুনি, ডাইনে জনসন, রবার্ট ডাউনি, ক্রিস হেমসওয়ার্থ ও জ্যাকি চ্যানের পরই রয়েছেন অক্ষয় কুমার।

তিনি পারিশ্রমিক পেয়েছেন  ৪০.৫ মিলিয়ন ডলার। ২৫ বছরের অভিনয় জীবনে অক্ষয় কুমার একশরও বেশি ছবিতে অভিনয় করেছেন। থাইল্যান্ডে একটি হোটেলে ওয়েটারের কাজ দিয়ে অক্ষয় কুমার তার জীবন শুরু করেছিলেন। অক্ষয়ের পরে রয়েছেন অ্যাডাম স্যান্ডলার। তার পরেই রয়েছেন সালমান খান। তার উপার্জন ৩৮.৫ মিলিয়ন ডলার। ৩০ বছর ধরে বলিউডে অভিনয় করছেন এই অভিনেতা। এছাড়া অনেক দামী বিজ্ঞাপনেরও মডেল হয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *