আমাদেরকে কেউ সরাতে পারবে না: কাদের, ২০১৪ সালে নির্বাচনকালীন সরকারে আহ্বান জানানো হয়নি: ফখরুল

বেসরকারি ইন্ডিপিন্ডেন্ট টেলিভিশনে চলমান রাজনীতি নিয়ে পৃথক সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে প্রচারিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকালীন সরকার, খালেদা জিয়ার মুক্তি, ছাত্র আন্দোলন ও ওয়ান ইলেভেন নিয়ে কথা বলেছেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, আমাদের মনোবল এতই দৃঢ় যে আমাদেরকে কেউ সড়াতে পারবে না। আমাদের মূল ভিত্তি হচ্ছে প্রধানমন্ত্রী। তার নৈতিকতাই আমাদের ভিত্তি। আমাদের রয়েছে আল্লাহ আর এ দেশের জনগণ। সংলাপ সম্পর্কে কাদের বলেন, এখন আলোচনার কোন সময় নেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *