শুটিং নিয়ে অচলাবস্থা কেটেছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে

বাংলা ধারাবাহিকের শুটিং নিয়ে অচলাবস্থা কেটেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে। শুক্রবার থেকে শুরু হবে ছয় দিন ধরে বন্ধ থাকা শুটিং। বৃহষ্পতিবার নবান্নে সব পক্ষের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ভবিষ্যতে যাতে আর কোনো সমস্যা না হয়, সেই জন্য একটি জয়েন্ট কনসিলিয়েশন কমিটি তৈরি করা হয়েছে। কমিটির মুখ্য উপদেষ্টা করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এই কমিটিতে রয়েছেন প্রযোজক, কলাকুশলী, পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকারদের প্রতিনিধিরা।প্রতি মাসে একদিন করে বৈঠক করবে এই কমিটি। বকেয়া পারিশ্রমিক এবং কাজের নির্দিষ্ট সময়সীমা দাবিতে গত শনিবার থেকে টালিগঞ্জে বাংলা ধারাবাহিকের শিল্পী সংগঠন বা আর্টিস্ট ফোরামের সদস্যরা শুটিং ঊহৃ রেখেছিলেন। ফলে বিভিন্ন চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিতগুলি গত ছয় দিন দেখানো যায় নি। শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে সব পক্ষকে নিয়ে বৈঠকের পরই জট কেটেছে বলে মনে করা হচ্ছে। এদিন সাংবাদিক বৈঠকে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছেন, মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে খুব সহজেই মিটে গিয়েছে সমস্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *