মাহমুদুল্লাহদের টানা দ্বিতীয় জয়

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে টানা দ্বিতীয় জয় পেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। গতকাল বারবাডোজ ট্রাইডেন্টসকে ৬ উইকেটে হারায় তারা। ১৪৮ রানের ছোট লক্ষ্য দিয়েও সেন্ট কিটসকে চ্যালেঞ্জ জানায় মোহাম্মদ ইরফানের রেকর্ড গড়া বোলিং স্পেলে। কিন্তু সেন্ট কিটসের ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং পাকিস্তানি পেসারের ঝলমলে দিনটা মাটি করে দিয়েছেন। এই জয়ে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে মাহমুদুল্লাহরা। দুই ম্যাচ বেশি খেলে জ্যামাইকা তাল্লাওয়াসের অর্জন ৮ পয়েন্ট।সেন্ট লুসিয়া স্টার্সের বিপক্ষে সেন্ট কিটসের আগের ম্যাচ জয়ে ২০ রানে ২ উইকেট নেয়া মাহমুদুল্লাহ এদিন ব্যাটিং কিংবা বোলিং কোনোটিই করেননি। শনিবার বারবাডোজের মাঠে টস জিতে ফিল্ডিং নেয় সেন্ট কিটস। বেন কাটিং ও অ্যান্টন ডেভিস ২টি করে উইকেট নিয়ে স্বাগতিকদের ৬ উইকেটে ১৪৭ রানে বেধে দেন। বারবাডোজ অধিনায়ক জেসন হোল্ডার ৩৫ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৫৪ রানের সেরা ইনিংস খেলেন। জাবাবে ইরফানের বোলিংয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে সেন্ট কিটস। ৭ ফুট ১ ইঞ্চি লম্বা এই পেসার ইনিংসের প্রথম বলে ক্রিস গেইলকে, পরের ওভারে আরেক ওপেনার এভিন লুইসকেও (১) আউট করেন।  প্রথম দুই ওভারে দুটি উইকেট তো নিয়েছেনই, টানা তিন ওভার মেইডেন করেন এ পাকিস্তানি পেসার। ইরফানের চার ওভারের নির্ধারিত কোটার শেষ বলে কিং একটি রান করেন। তাতে টি-টোয়েন্টি সেরা বোলিংয়ে বিশ্ব রেকর্ড গড়েন ৩৬ বছরের এই বাঁহাতি এই পেসার। তার বোলিং ফিগার ছিল ৪-৩-১-২। তবে দশম ওভারে স্টিভেন স্মিথকে ডেভন থমাস ও কিং দুটি করে ছক্কা মারলে ম্যাচ বারবাডোজের হাতছাড়া হয়। ওহাব রিয়াজের কাছে বোল্ড হওয়ার আগে ২৯ বলে ২ চার ও ৩ ছয়ে ৩২ রান করেন থমাস। ১৬তম ওভারে অ্যাশলে নার্সের বলে আউট হওয়ার আগে ৪৯ বলে ৪টি চার ও ৫টি ছয়ে ৬০ রান করেন কিং। বাকি কাজ সারেন বেন কাটিং ও টম কুপার। কাটিং ২৯ ও কুপার ১৩ রানে অপরাজিত ছিলেন। ১৮.৫ ওভারে ৪ উইকেটে ১৪৮ রান করে সেন্ট কিটস। ম্যাচসেরা হন ইরফান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *