জুভেন্টাসের জয়ে গোলহীন রোনালদো

নতুন ক্লাব জুভেন্টাসে অভিষেকটা হয়েছে আগেই। শনিবার ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেক হলো জুভেন্টাসের ঘরের মাঠেও। তবে এই ম্যাচেও দল ২-০ গোলের ব্যবধানে জয় পেলেও গোল পাননি সিআর সেভেন। ল্যাজিওর বিপক্ষে এদিন জুভেন্টাসের হয়ে গোল দুটি করেন মিরালেম পিয়ানিচ এবং মারিও মানজুকিচ। এদিন নিজ মাঠে প্রথমার্ধের ৩০তম মিনিটে পিয়ানিচের গোলে এগিয়ে যায় জুভেন্টাস। দ্বিতীয়ার্ধের ৭৫তম মিনিটে দলে জয়সুচক গোলটি করেন ক্রোয়াট স্ট্রাইকার মারিও মানজুকিচ।অন্যদিকে ভক্তদের বিশেষ দৃষ্টি থাকা রোনালদো এদিন আনন্দ দিতে পারেননি সমর্থকদের। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে দারুণ এক গোলের সুযোগ মিস করেন তিনি। মাত্র ছয় গজ দূর থেকে জোয়াও কান্সেলোর কাছ থেকে পাওয়া বলে গোল করতে ব্যর্থ হন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলার। এই শটের মাধ্যমে ইতালিয়ান সিরি’এ লীগে জুভেন্টাসের জার্সিতে প্রথম দুই ম্যাচে রোনালদোর নামের পাশে ১৪টি শট যোগ হয়েছে। কিন্তু এই ১৪ শট থেকে একটিও গোল আসেনি। যদিও এই ১৪ শটের মধ্যে ৭টি শটই একদম গোলবার বরাবরই ছিল, তবুও সফল হননি তিনি। দলের তারকা খেলোয়াড় ব্যর্থ হলেও দল জুভেন্টাস এগিয়ে যাচ্ছে দারুন গতিতে। লীগে এখন পর্যন্ত দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে অবস্থান করছে কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। আর পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে নাপোলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *