দেশের সড়ক-মহাসড়কে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গতকালও দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন। এসব ঘটনায় আহত হয়েছেন অর্ধশত। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া/সরাইল প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বৈশামুড়ায় এনা পরিবহনের একটি বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। গতকাল দুপুরে ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী এ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- বাসযাত্রী রোবিনা নূর (৫০), তার মেয়ে সাবিনা নূর (৩২) ও আরেক শিশু ইয়াছিন (৭ মাস)। তাদের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও ময়মনসিংহে বলে জানায় পুলিশ। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া জানান-বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এ তিনজন মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে সরাইল থানা পুলিশ, দমকল বাহিনী ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এর আগেই স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ- পরিচালক শারফুল হাসান ভূঁইয়া জানান, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দুইটি ও মাধবপুরের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের সদরের কড্ডার মোড়ে ট্রাক-বাসের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৩ জন। নিহত শাহাদত হোসেন শহরের মাহমুদপুর মহল্লার শাহজাহান আলীর ছেলে। আহতরা হলেন, নাটোরের মিলন মিয়া, পাবনার আতিকুর রহমান ও রাজিয়া বেগম।
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, তারাকান্দায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ শিশু কন্যা নিহত ও চালকসহ ৫ জন আহত হয়েছে। গতকাল দুপুরে ময়মনসিংহ হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার রূপচন্দ্রপুর নামক স্থানে হালুয়াঘাটগামী ট্রাক ও ময়মনসিংহগামী সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৫ জন আহত ও ঘটনাস্থলে এক শিশু কন্যা (২) নিহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাগুরা প্রতিনিধি জানান, মাগুরার শ্রীপুর সাচিলাপুর-আমতৈল সড়কে মঙ্গলবার রাতে দুর্ঘটনায় শাহীনুর জোয়াদ্দার সোহান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি শ্রীপুর উপজেলার নলখোলা গ্রামের আজমল জোয়াদ্দারের ছেলে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান জানান, শাহীনুর জোয়াদ্দার সোহান মঙ্গলবার সন্ধ্যায় সাচিলাপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে আমতৈল বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে তারাউজিয়াল গ্রামের কবরস্থান এলাকায় সড়কের গতিরোধক অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। মারাত্মক আহত অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে শাহীনুর জোয়াদ্দার সোহানের মৃত্যু হয়।
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে এনা পরিবহনের একটি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের আমতলায় সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিড়াটি গ্রামের আলাউদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৫) ও কফিলউদ্দিনের ছেলে রোমান (২৪)। ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ওসি মো. হাফিজুর রহমান জানান, এনা পরিবহনের যাত্রীবাহী বাসটি আরেকটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। আর আহতাবস্থায় অপর আরোহীকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।