বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তাঁরও নাকি আবার অভিনয়ে ভয়! সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র প্রেস কনফারেন্সে বলিউড শাহেনশা কথা বলেন নতুনদের অভিনয়ের প্রসঙ্গে। তিনি বলেন, আলিয়া, দীপিকা আর অনুষ্কা এতটাই বড় মাপের অভিনেত্রী যে ওঁদের সঙ্গে কাজ করতেই আমার ভয় হয়। একেবারে খেয়ে ফেলবে আমাকে ওঁরা। বছরের পর বছর ধরে আমরা আমাদের অভিনয় সত্ত্বাকে জাগিয়ে তুলেছি। আর এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো যেন ইন্ডাস্ট্রিতে পা রাখার দিন থেকেই গোল সেট করে রেখেছে।ভীষণই পরিণত ওঁরা। সঙ্গে আত্মবিশ্বাসীও। কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকায় তার এ মন্তব্য প্রকাশ করা হয়। এছাড়াও রণবীর কপূর, সুশান্ত সিংহ রাজপুত, বরুণ ধবন, রাজকুমার রাওদের অভিনয় নিয়েও ভূয়সী প্রশংসা করেছেন বিগ বি।
প্রসঙ্গত, দীপিকার সঙ্গে ‘পিকু’ মুভিতে কাজ করেছেন অমিতাভ বচ্চন। বর্তমানে ‘ব্রহ্মাস্ত্র’-তে আলিয়ার সঙ্গেও কাজ করেছেন যার মুক্তি এখন সময়ের দাবি।