রূপগঞ্জে বিএনপির কেন্দ্রীয়নেতাসহ ৫৪ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতার অভিযোগ এনে বিএনপির কেন্দ্রিয় কার্যনিবাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুসহ ৫৪জনকে আসামী করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রিয় ওলামাদলের সহসভাপতিসহ ৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার রাতে রূপগঞ্জ থানার এসআই আলামীন সরকার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানাযায়, বুধবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় বড় ধরনের অরাজকতা ও  নাশকতা উদ্দেশ্য  বিএনপির নেতাকর্মীরা ৪ টি ককটেল বিস্ফোরন ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। এ ঘটনায় রাতেই রূপগঞ্জ থানার এসআই আলামীন সরকার বাদী হয়ে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, কেন্দ্রিয় ওলামা দলের সহ সভাপতি শামসুল আলম খান বেনুসহ ২৯ জন নামীয় নেতাকর্মী ও আরো অজ্ঞাতনামা ২৫ জনসহ মোট ৫৪ জনকে আসামী করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলা নং-৭৮। এর আগে বুধবার বিকেলে পুলিশের হাতে আটক কেন্দ্রিয় ওলামা দলের সহ সভাপতি শামসুল আলম খান বেনুসহ ৪ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, বুধবার বিকেলে যাত্রামুড়া এলাকায় বিএনপির লোকজন একত্রে জড়ো হয়ে বড় ধরনের নাশকতা ও অরাজকতা সৃষ্টির উদ্দেশ্য কয়েকটি ককটেল বিস্ফোরন ঘটনায়।এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।  এ ঘটনায় রাতেই রূপগঞ্জ থানায় ২৯জন নামীয় ও  অজ্ঞাতনামা আরো ২৫জন সহ মোট ৫৪ জনকে আসামী করে একটি মামলা দায়েরকরা হয়েছে। এমামলায় ৪জন গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *