নয়াপল্টন অভিমুখে জনস্রোত

দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিএনপির জনসভা। জনসভা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে দলটি। দলীয় কার্যালয়ের সামনে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। দুপুর ২টায় জনসভা শুরু হওয়ার কথা রয়েছে।

আজকের সভায় জনসমাগম ঘটাতে গত কয়েকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল দলটি। জনসভায় নেতাকর্মী আনতে নির্দেশ দেওয়া হয়েছে আশপাশের জেলার নেতাদেরও। কেন্দ্রের সেই নির্দেশ অনুসারে ঢাকায় আনা হয়েছে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের।

জনসভা উপলক্ষে ঢাকা ও আশপাশের জেলা থেকে আগত দলটির নেতাকর্মীদের আগমনে নয়াপল্টন এলাকা এখন লোকে-লোকারণ্য। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত গোটা এলাকা। তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজপথে জনসভা করার সুযোগ পাওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসাহের কমতি নেই।বিএনপি নেতাকর্মীরা শনিবার সকাল থেকে নয়াপল্টন এলাকায় অবস্থান নিয়েছে। তারা পল্টন, কাকরাইল মসজিদ গলি, ফকিরাপুল নাইটিংগেল মোড়ে অবস্থান করছে। শুধু নয়পল্টন নয়, শান্তিনগর, বিচারপতি ভবন, বিজয়নগর এলাকায়ও অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

বিএনপি মহানগর দক্ষিণের কর্মী সাজ্জাদুর রহমান স্বদেশ নিউজ 24 অনলাইনকে বলেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়া আজ কারাগারে। আমরা তাঁর মুক্তির জন্য আজকের জনসভায় যোগ দিয়েছি। আমরা আমাদের প্রিয় নেত্রীকে মুক্ত করেই ঘরে ফিরে যাব। তাঁকে ছাড়া আগামী নির্বাচন প্রতিহত করবে বিএনপির প্রতিটি কর্মী।’দিদারুল ইসলাম দিদার নামে পল্টন থানা যুবদলের এক কর্মী বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখছে বর্তমান সরকার। প্রিয় নেত্রীকে কারাগারে রেখে আমরা দলের জন্মদিন পালন করছি। আমরা খালেদা জিয়াকে মুক্ত করতে ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে দাবিতে আন্দোলন করছি। আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভাও সেই আন্দোলনের অংশ।’

এদিকে বিএনপির আজকের কর্মসূচি ঘিরে নয়াপল্টন বা আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো সদস্যকে দেখা যায়নি। তবে রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থায় সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *