মিরসরাইয়ের বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় এস আলম পরিবহনের একটি বাস দুমড়ে মুচড়ে গেছে। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। রোববার ভোর ৪টায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এস আলম পরিবহনের ওই যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। হতাহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর এক লেনে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। বর্তামানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। জানা যায়, বাসটি ঢাকা থেকে খাগড়াছড়ি যাচ্ছিল।মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা রবিউল আজম বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করা হয়। আহতদের বিভিন্ন হাসপাতাল পাঠানো হয়েছে।