একদিকে কোটিপতি প্রেমিকা, অন্যদিকে রিক্সাচালক পিতা! কি করবে আফফান মিতুল?

পিতা-পুত্রের মনস্তাত্তিক দ্বন্দের গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “পিতা”। শনিবার ধানমন্ডিতে শেষ হয়েছে এর শুটিং। প্রবীন নির্মাতা আমিনুল ইসলাম বাচ্চুর নির্দেশনায় এতে স্বনামে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা আফফান মিতুল। উপস্থাপিকা, নাট্যকার এবং অভিনেত্রী এলিনা শাম্মী অভিনয় করেছেন এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আফফান মিতুলের বিপরীতে। এর আগে তারা একসাথে অভিনয় করেছিল “গন্তব্য” চলচ্চিত্রে। পিতার কাহিনী এগিয়েছে মিতুল ও মিতার রিক্সায় ডেটিংকে কেন্দ্র করে। নিম্নবিত্ত পরিবারের ছেলে মিতুল রিক্সায় বসে তার কোটিপতি প্রেমিকাকে আকৃষ্ট করতে নিজেকে নানাভাবে বড়লোক প্রমাণ করতে বুলি আওড়ায়। একসময় মিতুল বুজতে পারে যে রিক্সায় মিতাকে নিয়ে সে বসে আছে সে রিক্সাটি তার পিতার, আর রিক্সাচালকটিই তার পিতা। এখন কি মিতুল তার প্রেমিকার সাথে পিতাকে পরিচয় করিয়ে দিবে? আর এই পরিস্থিতিতে পিতার কি করা উচিত? এমনই গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “পিতা”। বর্তমানে চলছে “পিতা”র পোস্ট প্রডাকশনের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *