শরীয়তপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সুমন পাহাড় (২২)। তিনি শরীয়তপুর সদর উপজেলার উত্তর বালুচরা গ্রামের স্কেন পাহাড়ের ছেলে।
শরীয়তপুরের পুলিশ সুপার আবদুল মোমেন ‘বন্দুকযুদ্ধের’ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সুমনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রয়েছে।
শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মাদক ব্যবসায়ীরা টাকা ভাগাভাগি করার জন্য ছয়গাঁও গ্রামের এক জায়গায় জড়ো হয়েছিল।
এমন খবর পেয়ে সদর থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ সেখানে যৌথ অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা ছোড়ে। পুলিশ এসময় পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে পড়ে থাকতে দেখা যায়।
পরে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে।
পুলিশের দাবি, তারা ঘটনাস্থল থেকে এক কেজি গাঁজা, ছয়টি ককটেল ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।