ব্রাজিলের প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রাচারণাকালে ছুরিকাহত

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম পদপ্রার্থী এবং ডানপন্থী নেতা জেয়ার বলসোনারো ছুরিকাঘাতের শিকার হয়েছেন। গতকাল বৃহ¯পতিবার রিও ডি জেনিরো শহরের ২০০ কিলোমিটার উত্তরে জুইজ ডি ফোরা শহরে প্রচারণাকালে অজ্ঞাত এক ব্যক্তির দ্বারা এ হামলার শিকার হন। হামলাকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
ব্রাজিলিয়ান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অজ্ঞার এক ব্যক্তি ৬৩ বছর বয়সী এ রাজনীতিবিদের পেটে ছুরিকাঘাত করেন। জেয়ার বলসোনারো এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, লাতিন অমেরিকার সবচেয়ে বড় দেশ থেকে অপরাধ নির্মুল করা যে নেতার রাজনৈতিক এজেন্ডা, তাকে ছুরিকাঘাতের শিকার হতে হয়েছে। বলসোরানোকে পাকস্থলির নিচের অংশে ছুরিকাঘাত করা হয়েছে।ব্রাজিলের এক স্থানীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, জুইজ ডি ফোরার একটি হাসপাতালে বলসোরানোকে নেয়া হয়, যেখানে তার একটি অস্ত্রোপচার করা হয়েছে। হামলার কারণে ডানপন্থী এ নেতার লিভার আঘাতপ্রাপ্ত হয়েছে।
আগামী মাসে অর্থাৎ ৭ই অক্টোবর ব্রাজিলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে বিষয়ে এক জরিপে উঠে এসেছে প্রথম দফার নির্বাচনে বলসোনারো ২২ শতাংশ ভোটে এগিয়ে থাকবেন। ব্রাজিলের আগের শীর্ষ নেতা লুলা বর্তমানে দুর্নীতির কেলেঙ্কারিতে ১২ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *