নেইমার-ফিরমিনোর গোলে ব্রাজিলের জয়

রাশিয়া বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর প্রথম মাঠে নেমে দারুণ এক জয় পেয়েছে ব্রাজিল। রবার্তো ফিরমিনো ও নেইমারের গোলে যুক্তরাষ্ট্রকে তাদেরই মাঠে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ২-০ গোলে জিতেছে কোচ লিওনার্দো বাচ্চি তিতের দল। ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ানো ব্রাজিল এগিয়ে যায় ম্যাচের একাদশ মিনিটে। ডান দিক থেকে আক্রমণে ওঠা দগলাস কস্তার ছয় গজ বক্সে বাড়ানো দারুণ ক্রসে ডান পায়ের ভলিতে বল লক্ষ্যে পাঠান ফিরমিনো। অধিকাংশ সময় বল দখলে রেখে খেলতে থাকা ব্রাজিল একের পর এক আক্রমণ করলেও নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। ৩৯তম মিনিটে নেইমার ও ফাবিনহো গোল করার মতো পজিশনে বল পেয়েও ব্যর্থ হন। ডি-বক্সের বাইরে বল পেয়ে ফিলিপ্পে কুটিনহোর নেয়া জোরালো শট রুখে দেন গোলরক্ষক।৪৩তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ডান দিক দিয়ে বল পায়ে ডি-বক্সে ঢুকে পড়া লিভারপুল মিডফিল্ডার ফাবিনহোকে যুক্তরাষ্ট্রের উইল ট্রাপ বাজে ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দ্বিতীয়ার্ধে কিছুটা গোছানো ফুটবল খেলা স্বাগতিকরা মাঝে মধ্যে আক্রমণে উঠতে থাকে। তবে প্রতিবারই শেষভাগে গিয়ে বল হারিয়ে ফেলছিল তারা। এরই মাঝে ৭২তম মিনিটে দূরপাল্লার শটে চেষ্টা চালান ট্রাপ, ডান দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার। শেষ দিকে নেইমার-কুটিনহো-ফিরমিনোকে তুলে নেন কোচ। তবে তাতে আক্রমণের ধার একটুও কমেনি গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়া ব্রাজিলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *