ইউএস ওপেন নিজের করে নিলেন নোভাক জকোভিচ। হুয়ান মার্টিন দেলপত্রোকে হারিয়ে টেনিস বিশ্বের জোকার জিতে নিলেন নিজের ১৪তম গ্র্যান্ডস্লাম। চোট সারিয়ে উইম্বলডন জেতার পর এবার ইউএস ওপেনের রাজা হলেন সার্বিয়ান তারকা। তিন বছর পর জকোভিচের ইউএস ওপেন জয়ের মাঝে বড় বাধা ছিল দেলপত্রো। ২০০৯ সালের পর রোববার কোনও গ্র্যান্ডস্লাম ফাইনালে খেলতে নেমেছিল আর্জেন্টিনার এই তারকা। ৯ বছর পর বড় কোনো আসরের শিরোপার লড়াইয়ে নেমে ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩ সেটে হারতে হয় দেলপত্রোকে। অন্যদিকে নিজের তৃতীয় ইউএস ওপেন খেতাব জিতে নেন জকোভিচ।এর আগে সেমিফাইনালে জাপানের কেই নিশিকোরিকে হারিয়েছিলেন ৩১ বছর বয়সী জোকার। সেমিফাইনালে নিশিকোরিকে দাঁড়াতেই দেননি জকোভিচ। সহজেই স্ট্রেট সেটে ৬-৩, ৬-৪, ৬-২ এ জিতে নেন ম্যাচটি। এদিকে প্রথম জাপানি হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতে নিয়েছেন নাওমি ওসাকা। টেনিসের রানী খ্যাত সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ইউএস ওপেনের নারীদের শিরোপা ঘরে তুলেছেন ২০ বছর বয়সী এই তরুণী।