এশিয়া কাপের অপেক্ষায় তামিম

এশিয়া কাপের বাকি আছে মাত্র চার দিন। আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে ১৪তম এশিয়া কাপের। এরইমধ্যে এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে গেছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ দল।কিন্তু যাওয়ার বাকি আরও দুই জন। ওপেনার তামিম ইকবাল আর পেসার রুবেল হোসেন দলের সঙ্গে যেতে পারেননি ভিসা জটিলতায়।যুক্তরাষ্ট্রে ছুটি কাটিয়ে দুবাইতে দলের সঙ্গে যোগ দিয়েছে সহ-অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া দলের আরেক সদস্য মাহমুদুল্লাহ রিয়াদ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শেষ করে নির্দিষ্ট সময়েই যোগ দিয়েছিলেন দলের সঙ্গে।ভিসা না পাওয়া রুবেল হোসেনও গতকাল সোমবার হাতে পেয়েছেন আরব আমিরাতের ভিসা। তার ফ্লাইট হওয়ার কথা রয়েছে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায়।তবে ভিসা না পাওয়ায় তামিমকে থাকতে হচ্ছে অপেক্ষায়। তামিম ছাড়াও এখনও ভিসা হয়নি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ম্যানেজার খালেদ মাহমুদ সুজনেরও।এশিয়া কাপের বাংলাদেশ দল:মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান এবং আবু হায়দার রনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *