মন খারাপ সোনালির

গতকাল ছিল গণেশ চতুর্থী। বরাবরের মতোই বাড়িতে পূজা, আরতি, ভোগ বিতরণ সব কিছুই চলছিল নিয়ম মাফিক। তবে গতবছরের ন্যায় এবারের এই পার্বণে চোখে পড়ার মতো একটা খেমতিও ছিল। গতবছর তিনি ছিলেন এসব আয়োজনের কেন্দ্রে আর এবছর তিনি মুম্বাইয়ের বাড়ি থেকে সাত সমুদ্র দূরে হাসপাতালে বসে দিনটি উদযাপন করলেন। হ্যাঁ, কথা বলছি বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রের কথা।

নিউ ইয়র্কে ক্যানসারে আক্রান্ত সোনালির চিকিৎসা চলছে। নিঃসঙ্গ এ অভিনেত্রী তাই মিস করছেন তার পরিবারকে। সেখান বসেই বাড়ির গণেশ পূজার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে সেখানে দেখা যায়, গণেশের সামনে আ রতি দিচ্ছেন তাঁর ছেলে রণবীর। সঙ্গে রয়েছেন সোনালির স্বামী গোল্ডি বহেলও।ছবির ক্যাপশনে সোনালি লিখেন, ‘গণেশ চতুর্থী সব সময়ই আমার মনের খুব কাছের। বাড়ির উৎসব মিস করছি। কিন্তু তবুও ঈশ্বরের আশীর্বাদ ধন্য মনে হয় নিজেকে। অনেকের আশীর্বাদ এবং ভালবাসা রয়েছে আমার ওপর
বলিউডের তারকা ইরফান খানের পর সোনালির ক্যানসারের খবরে রীতিমতো উদ্বিগ্ন বলিউড মহল।
কে জানতো, ‘কাল হো না হো’ সিনেমার শাহরুখের ক্যানসার রোগের চিকিৎসক একদিন নিজেই এ রোগের স্বীকার হবেন?

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে সোনালির আরোগ্য কামনা করছেন অনেকেই। এমনকি তার কাছের বন্ধু সুজান খান, গায়ত্রী জোশী, অনুপম খের, দিয়া মির্জার মতো তারকারা তার সঙ্গে নিউ ইয়র্কে দেখাও করে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *