এশিয়া কাপে অঘটনের জন্ম দিতে চায় হংকং

এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে রোমাঞ্চিত হংকং। পাশপাশি টুর্নামেন্টে অঘটনের জন্ম দিতে চায় আইসিসির সহযোগী দেশটি। ষষ্ঠ দল হিসেবে এবারের এশিয়া কাপে জায়গা করে নেয় হংকং। বাছাইপর্বের ফাইনালে এবারের আসরের স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২ উইকেটে হারিয়ে এই সুযোগ পায় তারা। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে তৃতীয় দল হংকং। অন্য গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাছাইপর্বের ফাইনালে পাঁচ উইকেট নেওয়া হংকংয়ের পেসার আইজাজ খান এশিয়া কাপে খেলা নিয়ে গতকাল বলেন, এটা দারুণ এক অনুভুতি। দলের সবাই অনেক খুশি।এশিয়া কাপে খেলতে গত দুই সপ্তাহে আমরা সত্যিই খুব ভালো করেছি। ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে আমরা খুবই রোমাঞ্চিত। তারা বড় দল। কিন্তু আমরা এখানে প্রতিযোগিতা করতে এসেছি। আরব আমিরাতে নিয়মিত খেলার কারণে কন্ডিশন সম্পর্কে হংকংয়ের ভালোই জানাশোনা। ২৫ বছর বয়সি আইজাজ তাই এশিয়া কাপে ভালো করার ব্যাপারে আশাবাদী, আমরা কঠোর অনুশীলন করছি। আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। আমাদের ভালো কয়েকজন ব্যাটসম্যান আছে, আমাদের বোলিং লাইনআপও ভালো। আমার মনে হয়, আমরা ভালো করব। আসলে আরব আমিরাতে আমরা অনেক খেলেছি। এখানকার পিচের সঙ্গে তাই আমরা পরিচিত। আমরা জানি, আমরা বড় বড় দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। আমাদের পরিকল্পনা মাঠে যাওয়া এবং খেলাটা উপভোগ করা। এটা ক্রিকেট, আমরা এখানে প্রতিযোগিতা করতে এসেছি। আশা করি, আমরা ভালো করব এবং একটা অঘটনের জন্ম দিতে পারবো। হংকংয়ের প্রথম পরীক্ষা রোববার, তারা মুখোমুখি হবে সরফরাজ আহমেদের পাকিস্তানের। আইজাজ ম্যাচটা নিয়ে মুখিয়ে আছেন। কারণ, আইজাজ খেলবেন যে তার আইডল মোহাম্মদ আমিরের বিপক্ষে। পাকিস্তান ম্যাচ নিয়ে আইজাজ বলেন, আমি মোহাম্মদ আমিরকে অনুসরণ করি। এই প্রথম আমি তার বিপক্ষে খেলব। আমি সত্যিই রোমাঞ্চিত। নিজের নায়কের সঙ্গে খেলাটা দারুণ ব্যাপার। তার বিপক্ষে খেলব, এটা আমি কখনোই ভাবিনি। তবে আশা করছি ভালো করতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *