বিশৃঙ্খল পরিস্থিতির মাধ্যমে শেষ হলো বাংলাদেশে ভিভো’র স্মার্টফোন উন্মোচন অনুষ্ঠান। ভিভো মোবাইল কম্পানির নিমন্ত্রণে নতুন মডেলের স্মার্টফোন উন্মোচন অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে যান দেশের অনলাইন ও দৈনিক পত্রিকার বেশ কিছু সাংবাদিকরা। কিন্তু তাদের ভেতরে প্রবেশ করতে না দেয়া এবং অসৌজন্যমূলক আচরণের কারণে অবশেষে অনুষ্ঠান বর্জন করেন দায়িত্বরত সাংবাদিকরা।
রাজধানীর একটি অভিজাত হোটেলে ভিভো’র নতুন মডেলের স্মার্টফোন উন্মোচন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে ভিভো। সেখানে আইসিটি বিটে কাজ করা সাংবাদিকদের নিমন্ত্রণ করা হয়। তারা সংবাদ সংগ্রহের জন্য যথাসময়ে উপস্থিত হন। আর তখন থেকেই বিব্রতকর আচরণ শুরু করে আয়োজকরা।
অনুষ্ঠানের শুরুর দিকে অল্প কয়েকজন সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হয়। সাংবাদিকদের জন্যে বরাদ্দকৃত আসন পূর্ণ হয়ে যাওয়ার অজুহাতে আর কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেয়া হচ্ছিল না। পেশাগত দায়িত্ব পালনে এসে এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হন তারা। সূত্র জানায়, ওই অনুষ্ঠানে ভিভো’র লোকজনরাই অবস্থান করছিলেন।
জানা যায়, যে সাংবাদিকরা প্রবেশ করেছিলেন তাদের বসারও পর্যাপ্ত আসন ছিল না। সংবাদকর্মীদের জন্য বরাদ্দকৃত টেবিলেও প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বসেছিলেন। সেখানে দাঁড়িয়ে থাকতে হয় খ্যাতনামা গণমাধ্যম প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সাংবাদিকদেরও।
এ বিষয়ে বাংলাদেশে প্রতিষ্ঠানটির জনসংযোগ কার্যক্রমে নিয়োজিত এজেন্সির সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও কোনো সমাধান দিতে পারেননি তারাও। উপস্থিত সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের যদি দরকার নাই ছিলো তাহলে আমন্ত্রণ জানিয়ে আমাদেরকে এখানে আনার কোনো দরকার তো ছিলো না। আমরা সাংবাদিকেরা তো পেশাগত দায়িত্ব পালনের জন্য আসি। আর তাও এ ধরনের অনুষ্ঠানে আসা হয় আমন্ত্রণ জানানো হয় বলে। কিন্তু আমাদেরকে ডেকে এনে এমন অসৌজন্যমূলক আচরণ করার তো অধিকার কারো নেই। এমনটা মেনে নেওয়া যায় না।
এক পর্যায়ে অনুষ্ঠান স্থলেরভেতরে থাকা সাংবাদিকেরা বাইরে বেরিয়ে আসলে সব সাংবাদিকেরা একত্রে ভিভো’র সংবাদ সংগ্রহকে ‘বয়কট’ ঘোষণা করেন। আর এতে টনক নড়ে ভিভো কর্তাদের। অনুষ্ঠানস্থল থেকে সাংবাদিকেরা বেরিয়ে আসলে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন প্রতিষ্ঠানটির চীনা কর্মকর্তারা। বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলেন তারা। বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিবেচনার অনুরোধ করেন তারা।
এক পর্যায়ে জনসংযোগ এজেন্সির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম সুমনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তাদের অনুরোধে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন সাংবাদিকেরা।