মেহেরপুরে পুলিশি অভিযানে আটক ২০

মেহেরপুরের তিন উপজেলার বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে বিএনপির-জামায়াতের তিন নেতাসহ একাধিক মামলার ২০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত চালানো এ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃত বিএনপি-জামায়াত নেতারা হলেন, গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের রাজাপুর গ্রামের মোজাহার আলীর ছেলে বিএনপির স্থানীয় নেতা ইউনুস আলী, মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জামায়াত নেতা সাইফুল ইসলাম, দারিয়াপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে জামায়াত নেতা আব্দুস সালাম। নাশকতার আশঙ্কায় এ তিন নেতাকে আটক করে পুলিশ। এছাড়াও জিআর, সিআর ও মাদক মামলার আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ১৭জন আসামীকে আটক করেছে পুলিশ।

গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত মেহেরপুর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশের তিনদল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০জনকে আটক করে। মেহেরপুর সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতদের আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *