ট্রোলড ঐশ্বরিয়া

চাকরি করা নারীদের প্রায়ই প্রশ্ন করা হয় বাড়ি এবং কাজ একসঙ্গে কীভাবে সামলান তারা? কিন্তু নারীদের কাছে এসব তেমন কঠিন কাজ নয়। কারণ এভাবেই তারা সবটা সামলে এসেছেন এতদিন। আর পাঁচজন সাধারণ নারীর মতো সাবেক মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনও ব্যক্তিগত এবং পেশাগত জীবন ভালোভাবেই সামলাতে পারেন। কিন্তু তার মাতৃত্ব নিয়ে বারবার প্রশ্ন তুলেছে নেটদুনিয়ার বাসিন্দারা। এ নায়িকার ফ্যান ফলোয়ারের নিঃসন্দেহে অগণিত। তবে ভক্তদের অভিনেত্রীর কিছু আচরণ মোটেই পছন্দ না। তার মধ্যে একটি হল মেয়ে আরাধ্যকে নিয়ে তার বাড়াবাড়ি। আরাধ্যকে কোলছাড়া না করার জন্য এবারেও ট্রোলড হলেন তিনি। ঐশ্বরিয়া সম্প্রতি ইনস্টাগ্রামে অ্যাকউন্ট খুলেছেন।সেখানেও অধিকাংশ ছবি আরাধ্যকে নিয়ে। এতেই খুঁত খুজছেন সাইবারবাসী। সম্প্রতি ডাব্লূ আইএফটির তরফ থেকে অভিনেত্রীকে মেরিল স্ট্রিপ অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স দিয়ে সম্মানিত করা হয়। সেই ইভেন্ট থেকে ফেরার সময় আরাধ্যর হাত ধরে এয়াপোর্টে হাঁটছিলেন তিনি। পাশে ছিলেন ঐশ্বরিয়ার মা-ও। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা প্রশ্ন করে, সবসমযয় নায়িকা নিজের মেয়েকে কোলে নিয়ে হাঁটেন কেন? ও কি নিজের পায়ে হাঁটতে পারে না? এতো অবসেসড কেন তুমি নিজের মেয়েকে নিয়ে। আরও অনেকে কমেন্টে লিখেছেন, মেয়েকে একমিনিটের জন্য অন্তত একা হাঁটতে দাও। পাশে তোমার মাকে দেখ। তাকে তোমার ধরা প্রয়োজন। তিনি হাঁটতেই পারছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *