বগুড়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক ব্যবসা, ২১ শ’ ইয়াবাসহ আটক ৬

বগুড়া অফিস:
বগুড়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে দার্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল চার বোন। অবশেষে পৃথক অভিযান চালিয়ে দুই হাজার একশ’ পিস ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। হাতেনাতে আটক করা হয়েছে ছয়জনকে। এদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন।
রোববার (১৬ সেপ্টেম্বর) ভোরে বগুড়া শহরের জলেশ্বরীতলা ও সূত্রাপুরে এই অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী এতথ্য নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল শহরের জলেশ্বরীতলা ও সূত্রাপুর এলাকার চারটি ফ্লাটে অভিযান চালিয়ে নারী সহ ছয়জনকে আটক করে। এদের কাছ থেকে উদ্ধার করা হয় ২১ শ’ পিস ইয়াবা। আটককৃতরা হলেন- নওগাঁ সদর থানার পার-নওঁগা এলাকার হারিছ আহম্মেদের মেয়ে লাবনী আক্তার (২৮), মরিয়ম আক্তার নিপু (২৫), শিমু (২৩), মনিকা (২০), নওগাঁ সদরের আনন্দ নগর এলাকার মৃত আবুল কাসেমের ছেলে লোকমান হোসেন (৪৫) এবং বগুড়া শহরের ঠনঠনিয়া হাজীপাড়ার জাহেদুর রহমানের ছেলে নাইমুল হাসান শান্ত (২৫)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *