এশিয়া কাপের তৃতীয় ম্যাচে নামছে আফগানিস্তান-শ্রীলঙ্কা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ সোমবার বাংলাদেশ সময় বিকাল ৫.৩০ মিনিটে নামছে দল দুটি।
আফগানিস্তান শিবিরের মূল শক্তি স্পিন। রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবীর মতো বিশ্বমানের বোলার রয়েছে আইসিসির সবচেয়ে কনিষ্ঠতম টেস্ট সদস্য দেশটির।অন্যদিকে বাংলাদেশের বিপক্ষের হারের পর এবার ঘুরে দাঁড়াতে চায় লঙ্কানরা। সন্তান জন্ম নেয়ার প্রথম ম্যাচে ছিলেন না আকিলা ধনাঞ্জয়া। সুসংবাদ হচ্ছে দলের সঙ্গে যোগ দিচ্ছেন এই স্পিনার। গত শনিবার বাংলাদেশের বিপক্ষে ১৩৭ রানে বিশাল হারের পর লঙ্কান শিবিরের মুখ থুবড়ে পড়াটাই স্বাভাবিক। আফগানদের বিপক্ষে যদি আজ হারে তাহলে এশিয়ার সেরা হবার লড়াই থেকে ছিটকে পড়তে হবে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের।আফগানিস্তানের সম্ভাব্য একাদশমোহাম্মদ শেহজাদ, ইহসানুল্লাহ, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহীদি, গুলবাদিন নাইব, আসগার আফগান (অধিনায়ক), মোহাম্মদ নবী, সায়েদ সিরজাদ, রশিদ খান, আফতাব আলম. মুজিব উর রহমান।শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশকুশল মেন্ডিস, উপল থারাঙ্গা, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরারা, আঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, থিসারা পেরারা, সুরাঙ্গা লাকমাল, আকিলা ধনাঞ্জয়া, আমিলা আপোনসো, লাসিথ মালিঙ্গা।