ভারতের এশিয়া কাপের মিশন শুরু আজ

হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করছে ভারত। আজ দুবাইতে বাংলাদেশ সময় সাড়ে বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। রবি শাস্ত্রির শীষ্যদের সামনে অপেক্ষাকৃত দুর্বল দলটি নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৮ উইকেটে বিধ্বস্ত হয়েছে। হংকংয়ের বিপক্ষে এ ম্যাচে পরিসংখ্যান অনুযায়ী এগিয়ে রয়েছে ভারতই। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়াই মাঠে নামছে তারা। এ নিয়ে সমালোচনাও শোনা যাচ্ছে অনেক। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে চিঠি দিয়েছে টুর্নামেন্টের সম্প্রচারক স্টার স্পোর্টস। ভারতীয় সমর্থকরাও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সমালোচনা করেছে।অন্যদিকে ইংল্যান্ডে গিয়ে ওয়ানডের পর টেস্টেও বাজেভাবে হারের শিকার হতে হয়েছে ভারতকে। তাই হংকংয়ের বিপক্ষে বড় জয় ছাড়া কিছুই ভাবছেন না ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা।এই ম্যাচের পর আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে নামতে হবে টিম ইন্ডিয়াকে। হাইভোল্টেজ ম্যাচটির আগে হংকংয়ের বিপক্ষে প্রস্তুতিকে সেরে ফেলার দারুণ সুযোগ রয়েছে ভারতের কাছে। হংকং স্কোয়াডআংশুমান রাথ, আইজাজ খান, বাবর হায়াৎ, ক্যামেরুন ম্যাকেলসান, ক্রিস্টোফার কার্টার, এহসান খান, এহসান নওয়াজ, আরশাদ মোহাম্মদ, কিনচিত শাহ, নাদিম আহমেদ, নিজাকাত খান, রাগ কাপুর, স্কট ম্যাককেনি, তানভীর আহমেদ, তাম্ভীর আফজাল, ওয়াকাস খান ও আফতাব হুসেইন।ভারত স্কোয়াডরোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, আম্বাতি রাইডু, মানিশ পান্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, যুযুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, খলিল আহমেদ, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *