নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে নির্বাচনে কালো টাকা খরচের বিষয়টি দুদক পর্যবেক্ষণ করবে। বললেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইকবাল মাহমুদ বলেন, দুদক বিশ্বাস করে কোনও কালো টাকা বা অবৈধ সম্পদ অর্জনকারীদের দেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে না।
তিনি বলেন, প্রত্যাশা করি প্রার্থীরা নির্ধারিত সময়েই নির্বাচন কমিশনে ব্যয় বিবরণী জমা দেবেন। হলফনামায় অবৈধ সম্পদের কোনও বিষয় থাকলে দুদক আইনি প্রক্রিয়া অবলম্বন করবে।
দুদক চেয়ারম্যান বলেন, কালো টাকার মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে কারো পেশাগত পরিচয় বিবেচনা করা হবে না।
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের মামলায় শতভাগ সাজা নিশ্চিত প্রতিষ্ঠানকে সফল বিবেচনা করা হবে। যদিও এক্ষেত্রে বর্তমান কমিশনের সফলতা রয়েছে। দুর্নীতি দমনে আমাদের চেষ্টা অব্যাহত আছে।