‘সালমান শাহকে আমি কাছে থেকে দেখেছি। আমরা সমসাময়িক ছিলাম। অনেকদিন পর একজন নায়কের মধ্যে সম্ভাবনা দেখতে পাচ্ছি। সে আর কেউ না সিয়াম। সিয়াম তোর জন্য অনেক দোয়া থাকলো। চলচ্চিত্রের মানুষ একটু কঠিন হয়। আমাদেরও তুই ভালোবাসবি।’ বললেন নব্বই দশকের সুপারস্টার ওমর সানি।
বৃহস্পতিবার সিয়াম-পূজা অভিনীত ‘দহন’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কথাগুলো বলেন ওমর সানি। ছবির নায়িকা পূজার জন্যেও তিনি শুভকামনা জানান।
ওমর সানি আরও বলেন, ‘ট্রেলার আমার কাছে অসাধারণ লেগেছে। এখন ছবিটি ব্যবসা সফল হলে আরও ভালো হয়। ছবির নির্মাতা রায়হান রাফীর জন্য আমার দোয়া থাকলো। তুমি অনেক বড় হবা রাফী।’
‘কুলি’-খ্যাত এই নায়ক বলেন, সেদিন রাতে আমি এফডিসির ডাবিং স্টুডিও থেকে বের হচ্ছিলাম। দেখি বাইরে একটি মানুষও নেই। কেমন একটা ভয় কাজ করছিল। কিন্তু একটা সময় ছিল আমি বাপ্পা ভাই (নায়ক বাপ্পারাজ), অমিত হাসান নব্বইয়ের দশকে যখন কাজ করতাম আজকের মতো এমন উৎসবমুখর পরিবেশ প্রায়ই থাকতো। এত মানুষ সামনে দেখে আমার ভীষণ ভালো লাগছে।
ওমর সানি বলেন, ‘কিছু লোক আছে যারা না শিল্পী, না প্রযোজক, না অন্য কিছু। কিন্তু মুই কি হনুরে এধরণের ভাব নিয়ে থাকে। তারাই চলচ্চিত্রের ক্ষতি করছে। দেশে নতুন সিনেপ্লেক্স হচ্ছে। আজিজ ভাইয়ের(জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ) প্রতি আমার চাওয়া আপনি ভালো ভালো ছবি প্রযোজনা করুন। ফিল্ম ইন্ডাস্ট্রি অবশ্যই ঘুরে দাঁড়াবে।’
‘দহন’ ছবিতে জুটি হিসেবে দেখা যাবে সিয়াম ও পূজা চেরিকে। এতে আরও অভিনয় করছেন জাকিয়া বারী মম, মনিরা মিঠু, রাজ রীপা, শিমুল খান, উজ্জ্বল কবির হিমু, জামশেদ শামীমসহ অনেকে। চিত্রনাট্য রচনা করেছেন দেলোয়ার হোসেন দিল। রায়হান রাফী পরিচালিত ছবিটি মুক্তি পাবে ৩০ নভেম্বর। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।