রিটার্ন দাখিল করা যাবে ২ ডিসেম্বর পর্যন্ত

আগামী ২ ডিসেম্বর পর্যন্ত করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সুযোগ থাকছে। ডিজিটাল এবং অ্যানালগ পদ্ধতিতে আয়কর রিটার্ন জমা দেয়া যাবে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মু’মেন আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, সপ্তাহব্যাপী নবম আয়কর মেলা অনুষ্ঠিত হয়। মেলা শেষ হলেও রিটার্ন জমা দেয়ার প্রক্রিয়া শেষ হয়নি। অনলাইনের মাধ্যমে ২৪ ঘন্টা রিটার্ন জমা দেয়া যাবে। এছাড়া সারা দেশের এনবিআরের অফিসগুলোতে মেলার মতো সেবা দেয়া হবে। ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বেধে দেয়া হলেও এবার অতিরিক্ত দুইদিন সময় দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নভেম্বরের শেষ দিন সরকারি ছুটি হওয়ায় করদাতারা বাড়তি এ সময় পাচ্ছেন।
এদিকে, এ বছর আয়কর সপ্তাহ পালন করছে না এনবিআর। এ মাসের শেষ দিন পর্যন্ত কর অঞ্চল ও সার্কেল অফিসগুলোতে আয়কর মেলার সব সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা। সারা দেশে ১৭৪টি স্থানে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত আয়কর মেলায়ও যারা নানা ব্যস্ততায় মেলায় আসতে পারেনি বা রিটার্ন জমা দেননি তাদের জন্যই এ সুযোগ রাখা হয়েছে। তবে কর অফিসগুলোতে মেলার সব সুবিধা পাওয়া যাবে। আয়কর মেলায় যে পরিবেশে রিটার্ন দেওয়া গেছে, সেবা পাওয়া গেছে, একই রকমের সুবিধা কর অঞ্চলগুলোতেও পাওয়া যাবে।
এদিকে আয়কর মেলায় সারাদেশে অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ৩ হাজার ৭৭০ জন করাদাতা। আর ই-পেমেন্টের মাধ্যমে ১ হাজার ১৬০ জন করদাতা ১ কোটি ৪৮ হাজার ৬৮৫ টাকা আয়কর প্রদান করেছেন। সারাদেশে আয়করের মাধ্যমে রাজস্ব এসেছে আড়াই হাজার কোটি টাকার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *