আইপিএল নিলামে শুধু মুশফিক মাহমুদুল্লাহ

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নিলামে মাত্রই দুইজন বাংলাদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। আগামী ১৮ই ডিসেম্বর আইপিএলের নিলামে থাকছেন মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদ। নিলামের সংক্ষিপ্ত তালিকায় মুশফিক ও মাহমুদুল্লাহর ভিত্তি মূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। জিম্বাবুয়ে থেকেও সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন দু’জন। সিকান্দার রাজার ভিত্তি মূল্য ৭৫ লাখ রুপি আর ব্রেন্ডন টেইলরের ৫০ লাখ। শুরুতে এই তালিকায় যাদের নাম শোনা গিয়েছিল এরা হলেন- তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আবু হায়দার রনি, লিটন কুমার দাস, ও নাঈম হাসান। তবে মাত্র দু’জনই রইলেন সংক্ষিপ্ত তালিকায়। এ ছাড়া সানরাইজার্স হায়দরাবাদ সাকিব আল হাসানকে দলে রেখে দেয়ায় বিসিবির ছাড়পত্র প্রাপ্তির ভিত্তিতে তিনি খেলবেন।বিশ্বকাপ সামনে থাকায় বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে এবার ছাড়পত্র দিচ্ছে না বিসিবি। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন তার ফিটনেস নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন বেশ কয়েকবার। এবারের আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায় আছেন ৩৪৬ জন ক্রিকেটার। যাদের মধ্যে ২২৬ জনই ভারতীয়। বাকি দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে সর্বোচ্চ ২৬ জন, অস্ট্রেলিয়ার ২৩, ওয়েস্ট ইন্ডিজের ১৮, ইংল্যান্ড থেকে ১৮, নিউজিল্যান্ড থেকে ১৩, আফগানিস্তান থেকে ৮, শ্রীলঙ্কা থেকে ৭, বাংলাদেশ থেকে ২, জিম্বাবুয়ে থেকে ২, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের ১ জন ক্রিকেটার রয়েছেন এবারের আইপিএল নিলামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *