যৌন ব্যবসায় দালালির অভিযোগে মালয়েশিয়ায় ২ বাংলাদেশীকে জরিমানা

: এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
: ৬ years ago

যৌন ব্যবসায় দালালি করার অভিযোগে শরিফুল ইসলাম ও আতিকুর রহমান নামে দুই বাংলাদেশীকে ২০০০ রিঙ্গিত করে জরিমানা করা হয়েছে মালয়েশিয়ায়। দেশটির সেশনস কোর্ট মঙ্গলবার তাদের বিরুদ্ধে এ রায় দেয়। অভিযুক্ত দুই বাংলাদেশীর দু’জনেরই বয়স ২৬ বছর। তাদের বিরুদ্ধে এ শাস্তি ঘোষণা করেন বিচারপতি হিলমিয়া ইউসুফ। তাদের বিরুদ্ধে অভিযোগ ২০১৭ সালের ২৭ শে অক্টোবর রাত ১০টার দিকে তারা সেরি কেমবাঙ্গান এলাকার পুসাত পারদাগাঙ্গান বিএস-এর বাইরে খদ্দের ধরার চেষ্টা করছিল।