সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অনেকে স্ট্যাটাস দিয়েছেন ‘ভাল্লাগে, খুশিতে, ঠ্যালায়, ঘোরতে’ । ভাইরাল এই স্ট্যাটাস নিয়ে টিকটকেও ভিডিও নির্মাণ করেছেন অনেকেই। নতুন খবর হলো, জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের নতুন গানের শিরোনাম ‘ভাল্লাগে, ঘোরতে’। গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান। সুর দিয়েছেন প্লাবন কোরেশী।আসিফ আকবর বলেন, শিগগির আসছে ‘ভাল্লাগে, ঘোরতে’। বিনোদনকে বিনোদন হিসেবে নিন, এখানে কোনো বাধ্যবাধকতা থাকে না। ‘ভাল্লাগে, খুশিতে, ঠ্যালায়, ঘোরতে বিষয়টি আমাকেও আনন্দ দিয়েছে। আমার বিশ্বাস এ গানটি সবার ভালো লাগবে।।