‘ইউএস-বাংলার দুর্ঘটনার কারণ ধূমপান নয়’

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনার কারণ ধুমপান নয় বলে জানিয়েছেন বাংলাদেশি তদন্তকারী ক্যাপ্টেন সালাহউদ্দিন এম রহমতুল্লাহ। সোমবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ক্যাপ্টেন রহমাতুল্লাহ বলেন, নেপালের তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে পাইলট ককপিটে বসে ধূমপান করছিলেন। এ নিয়ে বিতর্কের কিছু নেই। কারণ, ককপিটে ধূমপান না করার আন্তর্জাতিকভাবে কোনো বিধিনিষেধ নেই। তবে টয়লেটে ধূমপান না করার জন্য নির্দেশনা রয়েছে। সুতরাং ইউএস বাংলার দুর্ঘটনার কারণ নয় ধুমপান এটা বলা যায় না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *