শারীরিক চিকিৎসা ও ব্যক্তিগত কিছু কাজ সেরে প্রায় এক সপ্তাহ সফর শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। আজ দুপুর সাড়ে ১২টায় সিঙ্গাপুর থেকে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন তিনি।
বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামীম। তিনি জানান, মেডিকেল চেকআপ করাতে ড. কামাল সস্ত্রীক আজ দুপুর সাড়ে ১২টায় থাই এয়ার লাইনন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন।