সাইক্লোন মাহা আঘাত হানতে পারে বাংলাদেশের ম্যাচে

ভারতের আবহাওয়া অফিস বলছে সাইক্লোন মাহা আগামী বুধবার রাতে বা বৃহস্পতিবার আঘাত হানতে পারে গুজরাটে। আর ঘূর্ণিঝড়ের প্রভাবে বিস্তীর্ণ এলাকাজুড়ে থাকবে ভারী বৃষ্টি। আবহাওয়ার এই পূর্বাভাস সত্যি হলে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ার আশঙ্কা প্রবল।
সোমবার সকালে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল মধ্য আরব সাগরে, গুজরাট উপকূল থেকে ৬০০ কিলোমিটারের কিছু বেশি দূরে।
গত পাঁচ দিন ধরে কেরালা উপকূল ধরে উত্তর-পূর্ব দিকে এগিয়েছে মাহা। সোমবার রাতে প্রায় ১২০ ডিগ্রি বাঁক নিয়ে এই ঝড়ের গুজরাটের দিকে যাওয়ার কথা।
ভারতের বায়ুবিজ্ঞান অধিদপ্তর আইএমডি বলছে, এই ঘূর্ণিঝড়ের কারণে গুজরাট ও মহারাষ্ট্রে প্রবল বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়ের মাঝে আঘাত হানতে পারে এ ঘূর্ণিঝড়। অবশ্য ভারতে আঘাত হানার আগে শক্তিমত্তা কমে যাওয়ার সম্ভাবনা আছে ‘মাহা’র, বাতাসের গতিবেগ নেমে আসতে পারে ঘন্টায় ১১০ কিলোমিটারে। গুজরাটের জুনাগর, গির সোমনাথ, আমরেলি, ভবনগর, সুরাট, ভারুখ, আনন্দ, আহমেদাবাদ, বোটাড়, পরবান্দার ও ভাদোদারার সঙ্গে মাহার কারণে প্রবল বৃষ্টিপাত হতে পারে রাজকোটেও।

রাজকোটের কান্ধেরিতে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হওয়ার কথা আছে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *