সুস্থ হতে ছয় মাস লাগবে আর্চারের

নতুন বছরে এরই মধ্যে তিন টেস্ট ও এক ওয়ানডে খেলে ফেলেছে ইংল্যান্ড ক্রিকেট দল। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে তারা। আগে চার ম্যাচের কোনোটাতেই ছিলেন না গতিতারকা জোফরা আর্চার, খেলবেন না আজকের ম্যাচেও। ডান কাঁধের ইনজুরিতে ছিটকে যান মাঠ থেকে। সে ইনজুরির দীর্ঘসুত্রতা এতোটাই দীর্ঘ হলো যে, প্রায় ৬ মাসের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন ক্যারিবীয় বংশোদ্ভূত আর্চার।

স্ক্যানের পর জানা গেছে, ডান কাঁধে স্ট্রেস ফ্র্যাকচারের জন্য প্রায় ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে আর্চারকে। এ সময়ের মধ্যে ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর এবং জমজমাট আইপিএল মিস করতে যাচ্ছেন এ ডানহাতি পেসার। তাকে ছাড়াই আইপিএলের পুরো মৌসুম খেলতে হবে রাজস্থান রয়্যালসকে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আর্চারের ইনজুরির খবর নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

জানিয়েছে, ‘কাঁধের ইনজুরির কারণে ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর এবং ২০২০ সালের আইপিএল খেলতে পারবেন না আর্চার। এখন সে ইনজুরি পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেবে। যাতে করে, আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে দলে ফিরতে পারে সে।’

আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে ইংলিশ ক্রিকেট দল। আর্চারের জায়গায় কাকে নেয়া হবে, সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেয়নি ইসিবি। অন্যদিকে একই মাসের শেষদিকে শুরু হবে আইপিএলের ১৩তম আসর। এবারের আসরে আর্চারকে নিজেদের দলেই ধরে রেখেছিল রাজস্থান। কিন্তু ইনজুরিতে বাদ পড়ে যাওয়ায় এখন নতুন কাউকে খুঁজতে হবে তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্চারকে দ্রুত সেরে ওঠার জন্য শুভকামনা জানিয়েছে রাজস্থান। ২০১৮ সালের নিলামে ৭ কোটি ৬০ লাখ রুপিতে আর্চারকে দলে ভিড়িয়েছিল রাজস্থান। পরে দুই আসরে নিজের দামের প্রতি সুবিচার করতে পেরেছেন আর্চার। এবারও তেমন কিছুরই প্রত্যাশা ছিলো রাজস্থানের। কিন্তু ইনজুরির কারণে তাকে পাবেই না দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *