হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, আজ সারাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আজ সকাল থেকে এই স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল বুধবার থেকে পুনরায় শুরু হবে বন্দরের সকল কার্যক্রম।হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী আরটিভি অনলাইনকে জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে আটকে থাকা পাসপোর্ট যাত্রীর পারাপার স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *