বি. খন্দকারের নয়া চমক ‘দ্য মর্ডান আর্ট অব বিজনেস’

মানুষ চাকরি হারাচ্ছে। বড় বড় কোম্পানিও হচ্ছে দেউলিয়া। অর্থনৈতিক মন্দাভাব সমগ্র পৃথিবীতে। কিন্তু আপনি যদি এই মুহুর্তে একজন উদ্যোক্তা হয়ে নিজের ক্যারিয়ার শুরু করতে চান সময়টি আপনার। বর্তমানে ই-কমার্স এর মার্কেট। বছরে কয়েক ট্রিলিয়ন ডলার এবং আগামী কয়েক বছরের মধ্যেই সবকিছুই অনলাইন মাধ্যম হয়ে যাবে। এখনই সময় আপনার ব্যবসাকে ডিজিটালভাবে ট্রান্সফর্ম করা নাহলে পিছিয়ে যাবেন। এই চিন্তাধারা মাথায় রেখে ইউনাইটেড গ্রুপ অব বাংলাদেশ ইউজিবি’র এর চেয়ারম্যান বি. খন্দকার একটি বই প্রকাশ করতে যাচ্ছেন। যা পাওয়া যাবে অনলাইন এবং প্রিন্ট দু’টো ভার্সনেই। বইটির নাম ‘দ্য মর্ডান আর্ট অব বিজনেস’। আর এ নিয়ে বি. খন্দকার বলেন, বইটির মূল অংশতে যাওয়ার আগে বইটি লেখার বা পড়ার উদ্দেশ্য জানাটা জরুরি। আপনার উদ্দেশ্য এক হলে লেখাটিই আপনাকে বইয়ের মূল অংশের দিকে নিয়ে যাবে। পৃথিবীটা অনেক বদলে গেছে, সবকিছু কেমন জানি অন্যরকম। সকল পরিবর্তনের মাঝে ব্যবসা জগতে লক্ষ্যণীয় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। বিগত ২০ বছরে নতুন ব্যবসা শুরু করার জন্য এর থেকে ভালো সময় আর আসেনি। আর এ কারণেই এই বইটি আপনার জন্য। আমি বাংলাদেশে আলিবাবা অথবা আমাজন এর মতো একটি প্লাটফর্ম তৈরী করবো যেখান থেকে লক্ষ্য বেকার কর্মসংস্থান এর সুযোগ পাবে। যুদ্ধে যাওয়ার আগে সৈন্যকে ট্রেনিং দিতে হয়। আমাদের কে একদম শুন্য থেকে ট্রেনিং দিয়ে কাজ শুরু করতে হবে যেন আন্তর্জার্তিক বাজারে আমাদের শক্ত একটি অবস্থান তৈরী হয়। আর এই বইটির মাধ্যমেই আপনার সামনের পথ খুলে যাবে। আমি বিশ^াস করি এই বই আপনার ভাগ্য পরিবর্তনেও সহায়তা করবে। এই বইটি পরে যা শিখবেন- ব্যবসায় গঠনপ্রণালীর মডেল। কোনটা ব্যবসা এবং কোনটা ব্যবসা নয়। অল্প বিনিয়োগ করে কিভাবে শুরু করবেন? কোনো ব্যবসা শুরু করার আগে কি কি বিবেচনা করা উচিত। ড্রপ শিপিং ব্যবসা কি ও কিভাবে শুরু করবেন ? এবং আরো অনেক কিছুৃ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *