রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে ডিপজল ভাইয়ের অস্ত্রোপচার শুরু হয়েছে। ২০ মিনিট হলো অপারেশন থিয়েটারে তিনি। চলচ্চিত্রের শিল্পীরা তার অপেক্ষায় বাইরে বসে আছি- বলেছেন বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
আজ দুপুর ১টা ১৫ মিনিটে আরটিভি নিউজকে এ কথা বলেন তিনি।
মনোয়ার হোসেন ডিপজলের অসুস্থতা নিয়ে জায়েদ খান বলেন, তার কোমরে একটি টিউমার রয়েছে। সেটার অপারেশন চলছে। এছাড়া গত মার্চ মাস থেকে সর্দির সমস্যায় ভুগছিলেন ডিপজল। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সবাই তার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, ২০১৭ সালে হৃদরোগের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা করান ডিপজল। সে সময় তার হার্টে রিং পরান চিকিৎসকেরা।