বলিউড সুপারস্টার শাহরুখ খান। রাজকুমার হিরানির নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
ভারতীয় বেশ কিছু গণমাধ্যমের খবরে বলা হয়, এই ছবিতে শাহরুখের নায়িকা হিসেবে তাপসী পান্নুকে দেখা যেতে পারে।
শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেনমেন্টের ‘বদলা’ ছবিতে অভিনয় করেছেন তাপসী পান্নু। তবে নায়কের বিপরীতে কাজ করা হয়নি।
সেক্ষেত্রে এই প্রথমবারের মতো শাহরুখকে নায়ক হিসেবে পেতে যাচ্ছেন তিনি।
তবে পরিচালকের পক্ষ থেকে এ নিয়ে এখনও কিছু বলা হয়নি।
সম্প্রতি ফিল্ম ইন্ডাস্ট্রিকে কলঙ্কিত করার প্রতিবাদে, রাজ্যসভায় জয়া বচ্চন ক্ষোভ প্রকাশ করলে তার পক্ষ নিয়ে টুইট করেন তাপসী।
এই অভিনেত্রী নিজের মত প্রকাশে সব সময়ই সরব থেকেছেন। জয়াকে সাপোর্ট করে তাপসী পোস্ট করেন, ‘‘ইন্ডাস্ট্রি থেকে আবার একজন মহিলাই মুখ খুললেন।’’