লিভার ক্যানসারে আক্রান্ত বাদল রায়

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন নিয়েও পরে সেটি প্রত্যাহার করে বেশ আলোচনায় আসেন সাবেক ফুটবলার বাদল রায়। নির্বাচন প্রত্যাহারের কারণ হিসেবে জানা যায় তিনি অসুস্থতা বোধ করায় সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে।

সেই অসুস্থতা যে অনেক বড় দুঃসংবাদ হয়ে আসবে সেটা কে জানতো। দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছেন এই সাবেক ফুটবলার। জানা গেছে লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছেন বাদল রায়।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রাজধানীর আসগর আলী হাসপাতালে ভর্তি হন কদিন আগে। সেসময় দেখা দেয় কিডনিতে জটিলতা।

এরপর আসগর আলী হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। এখানে স্থানান্তরের পর জানা যায় তিনি প্রাণঘাতী ক্যানসারে আক্রান্ত।

পরীক্ষা নিরীক্ষার পর রোববার চিকিৎসকরা জানিয়েছেন, লিভার ক্যানসারের চতুর্থ স্তরে আছেন বাদল রায়। এটা শরীরে ছড়িয়ে পড়েছে।

যেহেতু চতুর্থ স্তরে তাই বাদল রায়কে বাসায় পাঠিয়ে নিয়ে যেতে বলেছিলেন চিকিৎসকরা। তবে পরিবার চাইছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে রেখে চিকিৎসা চালিয়ে যেতে।

এর আগে ২০১৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় সিঙ্গাপুর থেকে জটিল অস্ত্রোপচার করে নিয়ে আসা হয়। গত আগস্টে আক্রান্ত হন করোনাভাইরাসে।

দেশের হয়ে লাল-সবুজ জার্সিতে ১৯৮১ থেকে ৮৬ পর্যন্ত খেলেন বাদল রায়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেন ১৯৭৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত। মোহামেডানের হয়ে পাঁচবার লিগ শিরোপাও জিতেন তিনি।

একসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতির দায়িত্ব পালন করা বাদল রায় বর্তমানে বর্তমানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতির দায়িত্বে আছেন। ২০০৯ সালে পান জাতীয় ক্রীড়া পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *