ঈদে মিলন মাহমুদের ‘মনের মানুষ’

ঈদুল আজহা উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন মিলন মাহমুদ। মেয়েকে উৎসর্গ করে গেয়েছেন তিনি। গানের শিরোনাম ‘মনের মানুষ’।

‘মনের মানুষ’ গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন মিলন মাহমুদ নিজেই। সংগীতায়োজন করেছেন হৃদয় খান। এমনটাই জানিয়েছেন এ শিল্পী।

তিনি জানান, গানটি তার একমাত্র মেয়ে মায়াবী মাহমুদকে উৎসর্গ করেছেন। গানের ভিডিও নির্মাণ করা হয়েছে রাঙামাটির বিভিন্ন লোকেশনে। দিগন্ত ছোঁয়া সুনীল আকাশ, সবুজে ঘেরা উঁচু নিচু পাহাড় ও এঁকেবেঁকে চলা নীল জলরাশির মেলবন্ধন তুলে ধরা হয়েছে ভিডিওতে। গানচিত্রটি নির্মাণ করেছেন শুভব্রত সরকার। ভিডিওতে জুটি বেঁধেছেন ইনজাম মিজু ও কাজি কানিজ। আছে মিলন মাহমুদও।

নতুন এ গান প্রসঙ্গে মিলন মাহমুদ বলেন, গানটির নিয়ে ভিন্ন এক অনুভূতি আর স্মৃতি জড়িয়ে আছে। এক একটি গান শিল্পীর কাছে এক একটি সন্তান। প্রতিটি গান নিয়েই ভিন্ন অনুভূতি থাকে। তবে এ গানটি নিয়ে আমার অনুভূতি একটু ব্যতিক্রম এবং তীব্রতাটাও একটু বেশি। এর কারণটা হলো যদিও গানটি রোমান্টিক তবে পুরো গানটিতে আমি একটি স্যাড নোট ব্যবহার করেছি।

তিনি আরও বলেন, গানটির সঙ্গে একটা স্মৃতিও জড়িয়ে আছে। একদিন আমার মেয়ে মায়াবী মাহমুদ কান্না করছিল, তখন ওর বয়স নয়/দশ মাস। আমার তখন মনে হলো ওকে একটা গান গেয়ে শোনাই। তখন এ গানটা নতুন করছি। মজার ব্যপার হলো, গানটা যখন ওকে শোনালাম ওর কান্না থেমে গেল। তখনই আমার মনে হলো এ গানটার মধ্যে ভিন্ন একটা অনুভূতি আছে। গানটির ভিডিও আমরা করেছি নয়নাভিরাম রাঙামাটিতে। এত সুন্দর দৃশ্য, দেখলেই মন ভালো হয়ে যায়। স্টোরি লাইনটাও খুবই প্রাসঙ্গিক। আমার বিশ্বাস গানটি শুনলে এবং ভিডিও দেখলে শ্রোতা-দর্শকরা অন্য রকম এক অনুভূতিতে ডুবে যাবেন।

ঈদুল আজহায় ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ হবে গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *