গাজীপুরের জয়দেবপুর স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নিহত হলেন— ঝিনাইদহ সদর এলাকার কানহরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. সোহাগ রহমান (৩৩)।
এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটের আমরা খবর পাই জয়দেরপুর রেলক্রসিংয়ের একটু সামনে সদর থানার পেছনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পরে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এখন লাশটি ফাঁড়িতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।