অনলাইন ডেস্ক :
কিশোরগঞ্জের ভৈরবে ভ্রাম্যমাণ আদালত সোমবার (৫ সেপ্টেম্বর) চন্ডিবের, কালিপুর ও লক্ষীপুরের বিভিন্ন কয়েল ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করে। এ সময় বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ৩ টি কারখানা মালিককে মোট ১,৯০,০০০/- টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাছতলা ঘাট ব্রিজের পূর্ব পাশের ওমেগা কয়েল কারখানা সিলগালা করা হয় এবং ৮০,০০০/- টাকা অর্থদণ্ড করা হয়। কালিপুরের জাকির কয়েল ফ্যাক্টরি সিলগালা করা হয় এবং ৫০,০০০/- টাকা অর্থদণ্ড করা হয় এবং লক্ষীপুরের আনোয়ার কয়েল কারখানা সিলগালা করা হয় এবং ৬০,০০০/- টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের উক্ত অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ। তিনি জানান, ভৈরবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।