ঠোঁটের সুরক্ষায় ঘরেই বানান লিপবাম

শীতকাল ছাড়াও সারা বছর ঠোঁট ফাটে এ রকম অনেকেই আছেন, আবার অনেকেই শুধু শীতের সময় এ সমস্যায় ভোগেন। শীতকালের আগমনের সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তনের প্রভাব ত্বকের পাশাপাশি সকলের ঠোঁটেও পড়ে। সব বয়সের মানুষকেই শীতের আগমনে ত্বকের রুক্ষতার এ বিপত্তিতে পড়তে হয়। তবে অনেকেই কেনা লিপবাম ব্যবহার করতে স্বাচ্ছন্দবোধ করেন না, তাই ঠোঁটের সঠিক যত্নও নেওয়া হয় না। সেক্ষেত্রে ঠোঁটের যত্নে সবসময় কেনা পণ্য ব্যবহার করতে না চাইলে জেনে নিন আপনার হাতের কাছেই ঠোঁট ফাটা রোধ করার কিছু ঘরোয়া সমাধান।

বাড়িতে যেভাবে লিপবাম তৈরি করবেন –

নারকেল তেলের লিপবাম : চুলায় হালকা আঁচে ১ চা চামচ পেট্রোলিয়াম জেলি গরম করে বা মাইক্রোওয়েভে পেট্রোলিয়াম জেলি গলিয়ে নিন। এতে ১ চা চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এবার মিশ্রণটি একটি পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিন। এরপর আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

নারকেল তেল ও কোকো বাটার : ১ টেবিল চামচ কোকো বাটার চুলায় হালকা আঁচে গলিয়ে ভালো করে নারকেল তেল মেশান। মিশ্রণটি একটি পাত্রে ঢেলে ঠান্ডা করুন। এরপর আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

নারকেল তেল ও জোজোবা অয়েল : একটি পাত্রে ১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ৫ থেকে ৬ ফোঁটা জোজোবা অয়েল ভালো করে মিশিয়ে নিন। এবার একটি ছোট পাত্রে মিশ্রণটি ঢেলে আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

নারকেল তেল ও অ্যালোভেরা : চুলায় হালকা আঁচে একটি পাত্রে ১ টেবিল চামচ নারকেল তেলে হাফ টেবিল চামচ কারনুবা ওয়াক্স গলিয়ে ঠান্ডা করে নিন। এবার একটি ছোট পাত্রে মিশ্রণটি ঢেলে কিছুক্ষনের জন্য ফ্রিজে রেখে দিন।

নারকেল তেল ও অলিভ অয়েল : একটি পাত্রে ১ টেবিল চামচ নারকেল তেলে ১ টেবিল চামচ কারনুবা ওয়াক্স এবং ১ চা চামচ অলিভ অয়েল চুলায় হালকা আঁচে গলিয়ে নিন। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এবার একটি পাত্রে মিশ্রণটি ঢেলে ঠান্ডা করে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *