কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজারে ঘুরতে এসে মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনায় তামজিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়।
শুক্রবার দুপুরে মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মুছাপুর ক্লোজার রোডে টিকু মিয়ার চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত তামজিদ কুমিল্লার লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ড গাজীমুড়া এলাকার আবু তাহেরের ছেলে।
আহতরা হলো, কুমিল্লার লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ড গাজীমুড়া এলাকার সুরুজের ছেলে মহিন (২০), একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে ফাহাদ (১৯)। আহতদের মধ্যে ফাহাদকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত মহিনকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা যায়, শুক্রবার সকালে কুমিল্লার লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ড গাজীমুড়া এলাকা থেকে ৩টি মোটরসাইকেলে ৬ বন্ধু মিলে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার এলাকায় ঘুরতে আসে। এসময় তারা ক্লোজার রোডে মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে টিকুর দোকানের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাড়ী গাছের সাথে ধাক্কা খায়। এসময় অপর দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একে-অন্যটির সাথে ধাক্কা খেয়ে সড়ক দুর্ঘটনায় ৩জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত ডাক্তার তামজিদকে মৃত ঘোষণা করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।