গাইবান্ধায় বিধবাকে ধর্ষণ মামলার আসামী আটক

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডল ঃ
রংপুরের মিঠাপকুরে বিধবা নারীকে (৫০) ধর্ষণের ঘটনায় শাহালম মিয়া আলম (৫১) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
বুধবার (২৩ আগস্ট) সকালে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত শাহালম মিয়া আলম মিঠুপকুর উপজেলার তুলশীপুর (শুকানপুর) গ্রামের তছলিম উদ্দিনের ছেলে। ভিকটিম নারী একই গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই নারীর স্বামীর মৃত্যুর পর তার মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করে আসছিলেন। এরই ধাবাহিকতায় সরলতার সুযোগ নিয়ে প্রতিবেশী শাহালম মিয়া আলম প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়ে গত ২৩ এপ্রিল রাত ১১টার দিকে ভিকটিমের বসত ঘরের আঙ্গিনায় জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ভিকটিমের চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে ধর্ষক শাহালম মিয়া আলম পালিয়ে যায়। এমতাবস্থায় গত ৪ জুলাই ওই নারী বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামী শাহালম মিয়া আলম আত্মগোপনে থাকেন।
এদিকে; মঙ্গলবার (২২ আগস্ট) রাতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প ও সিপিএসসি রংপুর ক্যাম্পের আভিযানিক দলের যৌথ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামী শাহালম মিয়া আলমকে গাইবান্ধার পলাশবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী শাহালম মিয়া আলম ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *