মামুন কাইউম এর শখের বাড়ি বনশ্রী

বনশ্রী থেকে মাহমুদ :
মামুন কাইউম একজন তথ্যপ্রযুক্তি পেশাদার ও উদ্যোক্তা | পেশাদার কাজের পাশাপাশি মামুন কাইউম একজন প্রকৃতি শিল্পী অনুরাগী, বনসাই শিল্পী, অ্যাকুয়ারিস্ট, ল্যান্ডস্কেপ ডিজাইনার | প্রকৃতির চারপাশে ফেলে দেওয়া পরিবেশ দূষণকারী সকল বজ্র পদার্থ, ভাঙ্গা আসবাবপত্র, প্রকৃতির যেকোনো কিছু দিয়ে কারুকাজ করতে মামুন কাইউম খুব ভালবাসে | প্রকৃতির প্রতি সব সময়ই আমার মুগ্ধতা এবং আসক্তি কাজ করে | অবসর সময়ে প্রকৃতি নিয়ে কাজ করা নানান অভিজ্ঞতা গুলো সবার সাথে শেয়ার করার জন্যেই মামুন কাইউম এর এই বক্তব্য | বিশেষ করে বনসাই, ইনডোর প্ল্যান্ট, ল্যান্ডস্কেপ, অ্যাকোয়ারিয়াম, টেরারিয়াম, ইপক্সি আর্ট করার কৌশল, প্রক্রিয়া গুলো শেয়ার করা যাতে আস্তে আস্তে আপনিও হয়ে উঠতে পারেন একজন প্রকৃতি শিল্পী, বনসাই শিল্পী, অ্যাকুয়ারিস্ট, ল্যান্ডস্কেপ ডিজাইনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *