ভৈরবে ট্রেন দুর্ঘটনা: ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ সমাপ্ত

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার দিনগত রাত সাড়ে তিনটায় ফায়ার সার্ভিস উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করে।

গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে ঘটা এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরও অন্তত অর্ধশত আহত হয়েছেন।

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: ফায়ারের ৫ সদস্যের তদন্ত কমিটি
রেলওয়ের গাফিলতিতে দুর্ঘটনা, ঝরল ১৭ প্রাণ

দুর্ঘটনার পরে তাৎক্ষণিকভাবে হতাহতদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস, র‍্যাব সদস্য, রেলওয়ে ও জেলা পুলিশের সদস্যরা উদ্ধারকাজে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *