এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বে-সরকারী উন্নয়ন সংস্থা রূপান্তর এর আস্থা প্রকল্পের উদ্যোগে বরগুনায় যুব ফোরাম গঠনের জন্য সভা অনুষ্ঠিত হয়েছে। (২৭ নভেম্বর) সোমবার বেলা ১১টায় জাগোনারীর পাঠশালায় এ সভা অনুষ্ঠিত হয়। সিবিডিবি এর নিবার্হী পরিচালক জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও পৌর সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্যানেল মেয়র হোসনে আরা চম্পা ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও লোক বেতার ষ্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল , নিরাপদ সড়ক চাই নিসচা এর বরগুনা জেলা শাখার সভাপতি ও সাংবাদিক মাহবুবুর রহমান অভি প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান ও ফিল্ড অফিসার কোহিনুর বেগম। এ সময় বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৩০ জন প্রান্তিক যুব ও যুব মহিলাদের নিয়ে যুব ফোরাম পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় । যুব ফোরামের আহ্বায়ক নির্বাচিত হয় ৭ নং ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী গ্রামের মোঃ ইমরান হোসাইন এবং যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয় ৫ নং আয়লাপাতাকাটা ইউনিয়নের পুরাকাটা গ্রামের শান্তা ও ১০ নং নলটোনা ইউনিয়নের গাজীমাহমুদ গ্রামের মোঃ আসলাম মিয়া ।এ যুব ফোরাম গঠন সভায় বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৩০ জন যুব ও যুব মহিলা উপস্থিত ছিলেন। বে-সরকারি সংস্থা রূপান্তর বরগুনা জেলার ৬ টি উপজেলায় আস্থা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে।
উল্লেখ্য এ প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে।